Tuesday, April 16, 2024
বাড়িজাতীয়৩০-৩১ বছরের সম্পর্ক শেষ করাটা এতটাও সহজ নয় : কপিল সিব্বল

৩০-৩১ বছরের সম্পর্ক শেষ করাটা এতটাও সহজ নয় : কপিল সিব্বল



লখনউ, ২৫ মে (হি.স.): কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক শেষ করার পর একটু আবেগাপ্লুত হয়ে পড়লেন প্রবীণ নেতা কপিল সিব্বল। বললেন, ৩০-৩১ বছরের সম্পর্ক শেষ করাটা এতটাও সহজ নয়। কংগ্রেসের বিষয়ে কোনও কথাও বলেননি সিব্বল। সমাজবাদী পার্টি (সপা)-র সমর্থনে রাজ্যসভা নির্বাচনের জন্য বুধবার মনোনয়ন জমা দিয়েছেন কপিল সিব্বল। বুধবার লখনউ-তে সমাজবাদী পার্টি (সপা)-র প্রধান অখিলেশ যাদব ও সপা সাংসদ রামগোপাল যাদবের উপস্থিতিতে মনোনয়ন জমা দিয়েছেন কপিল সিব্বল।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “কংগ্রেসের বিষয়ে আমি কিছু বলব না। আমি পদত্যাগ করেছি, তাই কংগ্রেস সম্পর্কে কিছু বলা আমার পক্ষে ঠিক হবে না। ৩০-৩১ বছরের সম্পর্ক ছেড়ে যাওয়া সহজ নয়।” এদিন মনোনয়ন জমা দেওয়ার পর কপিল সিব্বল জানিয়েছেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। আমি সর্বদা দেশে স্বাধীন কণ্ঠস্বর হতে চেয়েছি…অতীতে বিশেষ করে রাজ্যসভায় স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়ে মাত্র কয়েকজন সংসদে এসেছিলেন। আমি বড় সুযোগ পেয়েছি এবং অখিলেশ যাদব, শিবপাল যাদব, আজম খান আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি সংসদে দেশের সমস্যাগুলি উত্থাপন করব।”

তিনি আরও বলেছেন, “স্বাধীন কণ্ঠস্বর হওয়া ভীষণ জরুরি। বিরোধী দলে থাকার সময় আমরা একটি জোট তৈরি করতে চেয়েছিলাম, যাতে আমরা মোদী সরকারের বিরোধিতা করতে পারি।” কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করে কপিল সিব্বল জানিয়েছেন, “আমি গত ১৬ মে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলাম।” অখিলেশ যাদব এদিন বলেছেন, “কপিল সিব্বল মনোনয়ন জমা দিয়েছেন। সমাজবাদী পার্টির সমর্থনে তিনি রাজ্যসভায় যাচ্ছেন। আরও দু’জন সংসদের উচ্চকক্ষে যাবেন। কপিল সিব্বল একজন প্রখ্যাত আইনজীবী। তিনি সংসদে নিজের মতামত ভালভাবে উপস্থাপন করেছেন। আমরা আশা করছি তিনি সমাজবাদী পার্টি এবং নিজের মতামত উপস্থাপন করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য