স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : বৃহস্পতিবার দুপুরে বৃষ্টিতে শহরের বেশকিছু এলাকা জলমগ্ন হয়ে যায়। দীর্ঘক্ষণ জল স্থায়ী ছিল। গভীর রাতে জলমগ্ন এলাকা গুলি থেকে জল নেমে যায়। শুক্রবার জলমগ্ন এলাকা গুলি পরিদর্শনে বের হন নিগমের মেয়র দীপক মজুমদার। এইদিন তিনি রঞ্জিত নগর ও চক্রাসংঘ এলাকা পরিদর্শন করেন।
সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলার সহ নিগমের আধিকারিকরা। জল মগ্ন এলাকা গুলি পরিদর্শন করার পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বৃহস্পতিবার রেকর্ড বৃষ্টি হয়েছে। ফলে শহরের বেশকিছু এলাকা নতুন করে জলমগ্ন হয়েছে। কেন এমনটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার অধিক বৃষ্টির পাশাপাশি হাওড়া নদীর জল শহরে ঢুকে পড়েছে। ফলে শহরে জল জমে যায়। পাশাপাশি শহরের জল নিষ্কাশনি ড্রেইনের কিছু কিছু জায়গায় ব্লকেজ রয়েছে। ফলে জল শহরে জলে যায়। মেয়র দীপক মজুমদার জানান আগে বৃষ্টি হলে ৪ থেকে ৫ দিন জল জমে থাকতো। কিন্তু বর্তমানে এমন হয় না। নিগমের অধিন ড্রেইন গুলি নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। অর্থের কোন সমস্যা নেই। রাজ্য সরকার যথেষ্ট সাহায্য করছে। সহসাই পর্যালোচনা বৈঠক করা হবে কেন বৃহস্পতিবার শহরে বেশি সময় জল জমেছিল তা নিয়ে। শহরে যেন জল না জমে তার কাজ শুরু করা হয়েছে। আগামী বছর বর্ষার আগে সেই কাজ শেষ হয়ে যাবে। তাহলে শহরের কোথাও আর জল জমবে না বলেও জানান তিনি।