স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরীকে ত্রিপুরা মেডিকেল কলেজে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন হাসপাতালে গিয়ে বাদল চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।
জানা যায়, সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরী। চিকিৎসাধীন বিধায়কের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকের কাছ থেকে অবগত হন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কথা বলেন বিধায়ক বাদল চৌধুরীর সঙ্গে। দ্রুত আরোগ্য কামনা করেন। পরে মুখ্যমন্ত্রী জানান বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন অবস্থা স্থিতিশীল। দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী।