স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : বুধবার সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকের অন্তর্গত চেছরিমাই বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এইদিনের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ।
সাথে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী তথা চড়িলামের বিধায়ক যীষ্ণু দেববর্মা, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার জেলা শাসক বিশ্বশ্রী বি সহ অন্যান্যরা। মত বিনিময় সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার ভাবে কাজ করেছে, সেই দিশাতে এখনো কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব ঘরের সন্তান ছিলেন। চা বিক্রয় করেছেন একটা সময়। বর্তমানে তিনি দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন। পণ্ডিত দিন দয়াল উপাধ্যায়ের মার্গ দর্শন অনুযায়ী প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। যার ফল স্বরূপ বিভিন্ন প্রকল্পে মানুষ সুবিধা পাচ্ছে। এই সুবিধা গুলি মানুষের অধিকার। মানুষের সেই অধিকার গুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের কাছে ফিরিয়ে দিচ্ছেন। সুবিধাভোগীদের এই অধিকার সম্পর্কে আগে কেউই অবগত ছিল না। অপরদিকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন ২০১৮ সালে তিনি ভোট প্রচারের সময় প্রত্যক্ষ করেছেন চরিলামে কোন ভাল রাস্তা ছিলনা। বর্তমানে সি সি রোড হচ্ছে। চড়িলামে বিদ্যাজ্যোতি প্রকল্পে দুটি বিদ্যালয় হয়েছে। মিনি স্টেডিয়াম হয়েছে। নতুন নতুন স্কুল বিল্ডিং হচ্ছে। সরকার চায় প্রতিটি মানুষ সুখে থাকুক। স্ব সহায়ক গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থসামাজিক কল্যাণে কাজ চলছে। বহু গরিব পরিবার ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারী ঘর পেয়েছে। এইদিনের মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা ভোগীদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। মতবিনিময় সভা শেষে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা চেচুড়ী মাই গ্রাম পঞ্চায়েতের স্ব-সহায়ক দলের বিভিন্ন পণ্য সামগ্রী গুলি ঘুরে দেখেন। স্ব সহায়ক দলের মহিলাদের দ্বারা তৈরি কেক খেয়ে দেখেন তিনি। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।