Thursday, March 28, 2024
বাড়িরাজ্যবিভ্রান্ত সৃষ্টিকারীদের বিরুদ্ধে দল বিরোধী পদক্ষেপ নেওয়া হবে, দাবি নতুন মন্ত্রিত্ব পদের...

বিভ্রান্ত সৃষ্টিকারীদের বিরুদ্ধে দল বিরোধী পদক্ষেপ নেওয়া হবে, দাবি নতুন মন্ত্রিত্ব পদের : এন সি দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : আই পি এফ টি দলে কোন বিভাজন নাই, এক দুজন যারা নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করার চেষ্টা করেছেন, তার বিরোধিতা নেওয়া হবে শাস্তিমুলক ব্যবস্থা। রবিবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই হুঁশিয়ারি দিলেন দলের সুপ্রিমো এন সি দেববর্মা। তিনি আরো জানান, তাদের পাঁচজন বিধায়কের মধ্যে একজন বিধায়কের বিরুদ্ধে দল বিরোধী ব্যবস্থা নেওয়া হবে। কারণ কোন বিধায়ক বা কর্মী-সমর্থকের অধিকার নেই দল বিরোধী কাজ এবং কথা বলার।

আর সেটা মেবার কুমার জমাতিয়া হোক আর দলের অন্য কোন বিধায়ক, দল বিরোধী কাজ করলে নেওয়া হবে ব্যবস্থা। আর এটা কোনো একক সিদ্ধান্ত নয়, দলীয় সিদ্ধান্ত বলে জানান দলের সুপ্রিমো। দল জনগণের কাছে আহ্বান জানায় কেউ যেন বিভ্রান্তের শিকার না হয়। পাশাপাশি তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বলেন, নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে এখনও যোগাযোগ করেনি ভারতীয় জনতা পার্টি। তবে সরকার প্রতিষ্ঠার পর আরেকটি মন্ত্রীত্বের জন্য দাবী জানানো হয়েছিল আইপিএফটি পক্ষ থেকে। কিন্তু ৩১ আগস্ট যখন মন্ত্রিসভার পুনর্গঠন হয়েছিল তখন একজন মন্ত্রী আইপিএফটি দলের বিধায়ক থেকে নেওয়ার কথা ছিল। কিন্তু নেওয়া হয়নি। তাই আপিল করা হচ্ছে যেন নতুন মন্ত্রিত্ব পদ আরেকটি আই পি এফ টি থেকে বাড়িয়ে দেওয়া হয় বলে জানান তিনি আই পি এফ টি-র পক্ষ থেকে। এদিন নব মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আইপিএফটি। মূল লক্ষ্য হলো রাজ্যের উন্নয়ন বলে জানান তিনি। সম্প্রতি আইপিএফটি থেকে পাঁচজন বিধায়ক বিজেপিতে যোগদান করবেন বলে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করেন তিনি। তবে বিজেপির সাথে জোট থাকবে বলে জানান শ্রী দেববর্মা। গত ১২ মে সম্মেলনের মাধ্যমে যে কমিটি গঠন হয়েছে তারাই আগামী দিনে সমস্ত ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে বলে স্পষ্ট করে দেন এন সি দেববর্মা। সুতরাং এদিন দলের বর্তমান অবস্থান স্পষ্ট করতে চাইলেন আই পি এফ টি-র সুপ্রিমো। একক ক্ষমতার উপর কোনরকম গুরুত্ব দেওয়া হবে না, দলের আদর্শ উপর গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই সিদ্ধান্তে অনড় এন সি পন্থী আইপিএফটি। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিধায়ক সহ নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য