Saturday, February 15, 2025
বাড়িরাজ্যপুর ও নগর এলাকার নির্বাচন ২৫ শে

পুর ও নগর এলাকার নির্বাচন ২৫ শে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয় শুক্রবার। এদিন আগরতলা পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন পুর ও নগর এলাকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের পুর ও নগর এলাকার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে পুর ও নগর এলাকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাজ্যের নির্বাচন কমিশনার মানিক লাল দে।

পুর ও নগর এলাকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি লাগু হবে ২৭ অক্টোবর থেকে। সেইদিন থেকে মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়া যাবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ৩ নভেম্বর। ৫ নভেম্বর মনোনয়ন পত্র পরিক্ষা করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৮ নভেম্বর। ২৫ নভেম্বর সকাল ৭ টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। যদি কোথাও পুনঃনির্বাচনের প্রয়োজন হয়, তাহলে সেই পুনঃনির্বাচন হবে ২৭ নভেম্বর। ২৮ নভেম্বর সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা। এদিনই ভোটের ফলাফল প্রকাশ করা হবে। সকল নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে ৪ ডিসেম্বর। পুর ও নগর এলাকার নির্বাচনে মোট ভোটার ৫ লক্ষ ৯৪ হাজার ৭৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৯৩ হাজার ৯৭৯ জন। মহিলা ভোটার ৩ লক্ষ ৭৭৭ জন। তৃতীয় লিঙ্গ ভোটার ১৬ জন। মোট পোলিং ষ্টেশন ৭৭০ টি। নির্বাচনে অবজার্ভারের দায়িত্বে থাকবে ২২ জন সিনিয়র অফিসার। সেক্টর ম্যাজিস্ট্রেট থাকবে ১৫১ জন। পুর ও নগর এলাকা মিলিয়ে মোট ৩৩৪ টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে এস টি সংরক্ষিত আসন ৮ টি। এস সি দের জন্য সংরক্ষিত ৮৫ টি আসন। আর মোট আসনের ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য