স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয় শুক্রবার। এদিন আগরতলা পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন পুর ও নগর এলাকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের পুর ও নগর এলাকার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে পুর ও নগর এলাকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাজ্যের নির্বাচন কমিশনার মানিক লাল দে।
পুর ও নগর এলাকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি লাগু হবে ২৭ অক্টোবর থেকে। সেইদিন থেকে মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়া যাবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ৩ নভেম্বর। ৫ নভেম্বর মনোনয়ন পত্র পরিক্ষা করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৮ নভেম্বর। ২৫ নভেম্বর সকাল ৭ টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। যদি কোথাও পুনঃনির্বাচনের প্রয়োজন হয়, তাহলে সেই পুনঃনির্বাচন হবে ২৭ নভেম্বর। ২৮ নভেম্বর সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা। এদিনই ভোটের ফলাফল প্রকাশ করা হবে। সকল নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে ৪ ডিসেম্বর। পুর ও নগর এলাকার নির্বাচনে মোট ভোটার ৫ লক্ষ ৯৪ হাজার ৭৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৯৩ হাজার ৯৭৯ জন। মহিলা ভোটার ৩ লক্ষ ৭৭৭ জন। তৃতীয় লিঙ্গ ভোটার ১৬ জন। মোট পোলিং ষ্টেশন ৭৭০ টি। নির্বাচনে অবজার্ভারের দায়িত্বে থাকবে ২২ জন সিনিয়র অফিসার। সেক্টর ম্যাজিস্ট্রেট থাকবে ১৫১ জন। পুর ও নগর এলাকা মিলিয়ে মোট ৩৩৪ টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে এস টি সংরক্ষিত আসন ৮ টি। এস সি দের জন্য সংরক্ষিত ৮৫ টি আসন। আর মোট আসনের ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি।