স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যে যাতে কোনো শান্তি সম্প্রীতি বিনষ্ট না হয় তার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে গত দুদিনে রাজ্যের অবস্থার কথা সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে তুলে ধরা হয় রাজ্য জেলাশাসকের উদ্দেশ্যে। সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস জানান, সম্প্রতি বাংলাদেশে যে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দনীয়।
এই ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যাতে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে তার জন্য সিপিআইএম বিবৃতির মাধ্যমে জানিয়েছে। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট না হয় তার জন্য জেলাশাসকের উদ্দেশ্যে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার। কারণ সম্প্রতি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে জেলায় গত দুইদিন উস্কানিমূলক কার্যকলাপ হচ্ছে। বাংলাদেশ কোন রাষ্ট্র, তাই বিষয়টি নিয়ে যাতে রাজ্যের শান্তি সম্প্রীতি কোন মতেই নষ্ট না হয় সেদিকে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন যাতে আইনত কোন ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানানো হয়েছে বলে জানান সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। ডেপুটেশন প্রদানকালে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, শুভাশিস গাঙ্গুলী।