স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শুক্রবার দ্বিতীয় এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন চালু করে। অত্যাধুনিক পুরিষেবা সম্পন্ন এই এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন চালুর মাধ্যমে সূক্ষ্ম ধূলিকণা সাথে সাথে অটো মোবাইল এবং গাড়ি থেকে নির্গত বিভিন্ন প্রকারের গ্যাস এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠান থেকে উৎপন্ন গ্যাস, যা আগরতলার বাতাসে ২৪ ঘন্টা উপস্থিত থাকে, সেইসব এর প্রকৃত সময়ের তথ্য সরবরাহ করবে।
এই বিষয়টি জানতে দুটি ডিজিটাল স্ক্রীন বসানো হয়েছে। এর একটি রয়েছে বড়দোয়ালী স্কুলে এবং অন্যটি সিটি সেন্টারে। সাধারণ জনগণের জন্য স্থাপন করা হয়েছে এই ডিজিটাল স্ক্রীন। যা বায়ুর গুণমান পরিমাপ এবং বায়ুর গুণমান সূচক প্রদর্শন করবে। শুক্রবার গোর্খাবস্তিতে এই দ্বিতীয় এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন সূচনা করেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এর আগে দুই হাজার কুড়ি সালে এই ধরনের সুবিধা প্রথম উদ্বোধন হয়েছিল গোর্খা বস্তিতে। ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নতুন সুবিধার জন্য অর্থ প্রদান করেছে। উপস্থিত ছিলেন ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রন পর্ষদের চেয়ারম্যান বসন্ত কুমার আগারওয়াল, স্টেট হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান অরুণোদয় সাহা সহ অন্যান্যরা।