Sunday, February 16, 2025
বাড়িরাজ্যশ্মশান পরিদর্শনে মেয়র, নেওয়া হয় বিভিন্ন পরিকল্পনা

শ্মশান পরিদর্শনে মেয়র, নেওয়া হয় বিভিন্ন পরিকল্পনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : বহু অভিযোগের পরেও বাম আমলে বদলায় নি ইন্দ্রনগর শ্মশানের চিত্র। শ্মশানের চিত্র বদলাতে তৎপর বর্তমান আগরতলা পুর নিগম।শুক্রবার আগরতলা পুর নিগমের ১০ নং ওয়ার্ডের অন্তর্গত ইন্দ্রনগর শ্মশান পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। শ্মশানের সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেন। শ্মশানের সমস্যা সম্পর্কে স্থানীয়দের সাথে কথা বলেন। পরে তিনি জানান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত করার পাশাপাশি বাজার ও শ্মশান গুলিকে উন্নয়ন করা হবে।

 সেই মোতাবেক রাজ শ্মশান, মহাশ্মশান ও কবর স্থানগুলি পরিদর্শন করা হচ্ছে। দীর্ঘ ২৫ বছর যাবৎ এই শ্মশান সংস্কার করা হচ্ছে না। অথচ এর সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। সকলের সঙ্গে আলোচনা করে শ্মশান সংস্কার করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। শ্মশানে আলো, পানীয় জল ও ফেন্সিং-র ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নির্মাণ করা হবে ঘাট। চুল্লি সংস্কার করবে পুর নিগম। চাহিদা মোতাবেক কাজ করবে নিগম। এই ক্ষেত্রে সকলে সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এই সংস্কার করতে কিছুটা সময় লাগবে বলে জানান মেয়র দিপক মজুমদার। খুব শীঘ্রই অত্যাধুনিক গ্যাসের চুল্লি বসানোর কাজ শুরু করবে আগরতলা পুর নিগম। এদিন সঙ্গে ছিলেন কর্পোরেটার হিমানী দেববর্মা, সোমা মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব, বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী প্রনব সরকার সহ অন্যান্যরা। শ্মশানের উন্নয়নের বিভিন্ন পরিকাঠামো নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেন মেয়র। বৈঠকে নেওয়া হয় শ্মশানের পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন সিদ্ধান্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য