পাটনা, ৫ মে (হি.স.): কংগ্রেসের কোনও প্রশান্ত কিশোরের প্রয়োজন নেই, ফের তা জানিয়ে দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর নিজেই। বৃহস্পতিবার প্রশান্ত কিশোর জানিয়েছেন, কংগ্রেসে অনেক যোগ্য নেতা রয়েছে। প্রশান্ত কিশোর এদিন পাটনায় সাংবাদিক সম্মেলন করেন, পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “আমি নয়, কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে তাঁরা কীভাবে কাজ করতে চায়। কংগ্রেসের কোনও প্রশান্ত কিশোরের প্রয়োজন নেই, দলের আরও বেশি যোগ্য নেতা রয়েছে। তাঁরা জানে তাঁদের কী করতে হবে।”
প্রশান্ত কিশোর এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘আমার কোনও রাজনৈতিক ঐতিহ্য নেই। আমি কোনও রাজনৈতিক পরিবারের সদস্য নয়। আমি একজন রাজনৈতিক কর্মী। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে আমার রেষারেষিও নেই। আমি বিহারের ভাল চাই। তার জন্য আমার যে রণকৌশল তা আমি সবাইকে জানিয়েছি।’’ প্রশান্ত কিশোর আরও বলেছেন, “কংগ্রেস আমার পরামর্শ নিতে চেয়েছিল তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তবে যে সমাধানের উপায় আমি বলেছিলাম, তাতে ওঁরা সহমত হননি। আমি বলেছিলাম কংগ্রেস সভানেত্রীর নেতৃত্বে একজন এক্সিকিউটিভ নিয়োগ করা দরকার। যিনি এই সমস্যার সমাধান করবেন। কিন্তু তাঁরা তা মনে করেননি। তাই আমি সরে এসেছি।”