Saturday, February 15, 2025
বাড়িরাজ্য২২ -এর ডিসেম্বর মাসের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌছে দেওয়ার লক্ষ্য...

২২ -এর ডিসেম্বর মাসের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌছে দেওয়ার লক্ষ্য নিয়ে মন্ত্রীর বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : সোমবার গোর্খাবস্তিস্থিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান ভবনের কনফারেন্স হলঘরে জেলাভিত্তিক “জল জীবন মিশন” প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকের পর মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সম্প্রতি ভারত সরকারের জলশক্তি মন্ত্রক ২০২১-২২ সালে “জল জীবন মিশন” প্রকল্পে ভালো কাজ করার জন্য পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরকে “জল জীবন মিশন” প্রকল্পে ভালো কাজের স্বীকৃতি সরূপ অনুদান হিসাবে ১০০ কোটি টাকা মঞ্জুর করেছে।

ত্রিপুরা সরকারের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর ২০২২ সালের মধ্যে “জল জীবন প্রকল্প” -এর মাধ্যমে ত্রিপুরা রাজ্যের প্রতিটি নাগরিকের বাড়ী বাড়ী পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “হর ঘর জল” শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যে “মিশন মুডে” কাজ করে চলেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশনা ও পরিচালনায় ২০২২ সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে নল বাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

বৈঠকে “জল জীবন মিশন” প্রকল্পের  কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হয়ে এই কাজের সাথে যুক্ত সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ভিশন ডকুমেন্ট বাস্তবায়নের অংশ হিসেবে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি পরিবারে পরিশ্রুত পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এজন্য মিশন মুডে সংশ্লিষ্ট দপ্তরের প্রত্যেক কর্মী ও অফিসারকে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে বলে জানান শ্রী চৌধুরী। বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকায় জলে আয়রনের সমস্যা দূরীকরণে দ্রুত  আয়রন রিমুভাল প্লান্ট(আই.আর.পি) বসানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা সহ অন্যান্য আধিকারিকেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য