স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : গন্ডাছড়া মহকুমা স্থিত ডুম্বুর নগর আর ডি ব্লকের রেগার শ্রমিকরা গত কয়েকদিন ধরে সরকারি নির্দেশিকা মানতে চাইছে না। এ নিয়ে চলছে তীব্র তালবাহানা। বহুবার ব্লকের বি ডি ও এবং জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলের কাছে গিয়ে নিজেদের মর্জিমাফিক নিয়ম-শৃঙ্খলার দাবি জানালে কেউই মেনে নিতে পারছেন না তাদের মনগড়া নিয়ম নীতি।
শেষ পর্যন্ত পুনরায় ব্লক ঘেরাও করে রেগা শ্রমিকরা। সোমবার সকাল থেকে ব্লক ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে রেগা শ্রমিকরা। তাদের দাবি যে ব্যক্তির নামে রেগা কার্ড রয়েছে সেই ব্যক্তি ছাড়া পরিবারের অন্য কেউ কাজ করতে পারছে না। ফলে সেই রেগা শ্রমিকের পরিবার মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দাবি তোলা হচ্ছে যেন সেই পরিবারের যে কোনো কেউ রেগা কাজ করে মজুরি সংগ্রহ করতে পারে। এবং আরও দাবি রেগা কাজের দিন যাতে ফটো একবার তুলেন জি আর এস। কিন্তু সরকারিভাবে নিয়ম রয়েছে দৈনিক দুবার ফটো তোলার। সেই নিয়ম নীতির তোয়াক্কা করতে নারাজ ভগিরথ পাড়া এবং গন্ডাছড়া পঞ্চায়েতের রেগা শ্রমিকরা। রেগার কাজের দায়িত্বে থাকা জি আর এস দেবপ্রসাদ রিয়াং তাদের বক্তব্য মেনে নিতে চায়না বলে এদিন ক্ষোভ উগরে দেন শ্রমিকরা। পরবর্তী সময় ব্লকের বিডিও সাথে কথা বলে তারা জানান বি ডি ও জানিয়েছেন দাবিগুলি যাতে একটি প্রস্তাব রূপে কাছে পেশ করেন তারা। কারণ সরকারি নিয়ম নীতি ভেঙ্গে কাজ করানোর নির্দেশ দেওয়ার অসম্ভব। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চান বি ডি ও। পরবর্তী সময় বি ডি ও -র আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে শ্রমিকরা।