স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়ের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে এন এস ইউ আই। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন। খবর পেয়ে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ।
বিক্ষোভ প্রদর্শনকারীদের অভিযোগ, শনিবার উদয়পুর কংগ্রেস ভবনের গিয়ে এন এস ইউ আই কর্মীদের সাথে বৈঠক করে ফেরার পথে বাগমা এলাকায় দুষ্কৃতীদের দ্বারা আক্রমণের শিকার হয় এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়। কিন্তু এখন পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেফতার হয়নি। তাই সোমবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সামনে বিক্ষোভ দেখায় এন এস ইউ আই। পরবর্তী সময় রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করে দাবি সনদ তুলে দিতে চাইলে সুযোগ দেওয়া হয়নি বলে জানান এন এস ইউ আই কর্মীরা। তারা জানান রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে । প্রতিদিন এন এস ইউ আই কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। এবং দলের নেতৃত্বদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তাই এদিন বিক্ষোভে সামিল হয়েছে তারা। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।