Saturday, March 15, 2025
বাড়িরাজ্যসরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা :...

সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম ও ত্রিপুরা শহুরে জীবিকা মিশন-এর সহযোগিতায় আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার উপর জনসচেতনতা ও নিবন্ধীকরন শিবির অনুষ্ঠিত হয়। বুধবার পুর নিগমের সদর দপ্তরে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন করপোরেটর রত্না দত্ত, নিবাস দাস, নিতু গুহ দে সহ অন্যান্যরা। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার সূচনা করেন। যে প্রকল্পের লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এখনো পর্যন্ত দেশে ২০০ গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত হয়েছে।

প্রতিটি নাগরিকের বাড়ির ছাদে সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যাবে। প্রতিটি পরিবার সর্বোচ্চ ৩ কিলোওয়াট পর্যন্ত সৌর প্যানেল স্থাপন করতে পারবে। নিজের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ যে কোন ভোক্তা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কাছে বিক্রয়ও করতে পারবে। আবাসিক সেক্টরে প্রথম ১ কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে প্রতি কিলোওয়াট-এর জন্য ভর্তুকি ৩৩ হাজার টাকা। প্রথম ২ কিলো ওয়াট সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে ভর্তুকি মিলবে ৬৬ হাজার টাকা। ৩ কিলো ওয়াট সোলার প্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ ভর্তুকি ৮৫,৮০০ টাকা পাওয়া যাবে। এইদিনের শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা ত্রিপুরা রাজ্যেও লাগু হয়ে গেছে। এই প্রকল্পের সুযোগ যেন সাধারন মানুষ গ্রহণ করতে পারে তার জন্য এই ধরনের শিবির করা হচ্ছে পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য