Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যবিগত দিনে যেসব ভাষা হারিয়ে গেছে তার জন্য দায়ী প্রশাসন : রতন...

বিগত দিনে যেসব ভাষা হারিয়ে গেছে তার জন্য দায়ী প্রশাসন : রতন লাল নাথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : মাতৃভাষার প্রতি সচেতন না হলে আগামী এক শতাব্দীতে ৭৫ শতাংশ ভাষা বলীন হয়ে যাবে এবং বিগত দিনে যেসব ভাষা হারিয়ে গেছে তার জন্য দায়ী প্রশাসন।শুক্রবার আগরতলা টাউন হলে বিদ্যালয় শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে এ কথা বলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মন্ত্রী বলেন মাতৃভাষার গভীরতা অনেক।

তাই মাতৃভাষা সমৃদ্ধ করতে এবং অন্যের ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে সকলকে সচেতন হতে হবে। যারা দেশে এবং বিশ্বের মধ্যে সুনাম অর্জন করেছেন তাঁরা বিখ্যাত হওয়ার জন্য তাদের ইংরেজি ভাষা শিখতে হয়নি। রাশিয়া ও চীন ইংরেজি ভাষায় কথা বলে না। অথচ এই দেশগুলি আজ বিশ্বের মধ্যে এগিয়ে আছে। মন্ত্রী আরো বলেন, মাতৃভাষার প্রতি আগ্রহ তৈরি করতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতবর্ষের মধ্যে ২২ টি ভাষা প্রচলিত রয়েছে। আগামী দিন ককবরক ভাষাকে সরকারি ভাষার অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছে রাজ্য সরকার। কারণ ত্রিপুরার নয় লক্ষ ৫৭ হাজার মানুষ ককবরক ভাষায় কথা বলে। বাংলা ভাষায় বিশ্বের ২৩ কোটি মানুষ কথা বলে। মাতৃভাষা ভুলে গেলে চলবে না, কারণ মাতৃভাষা হারিয়ে গেলে বিপদ। মাতৃভাষার মাধ্যমে মানুষ তার আবেগ প্রকাশ করতে পারে। যা অন্য ভাষায় করা সম্ভব নয়। সুতরাং মাতৃভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে আগামী দিন আরো বেশি আগ্রহ ও উৎসাহ প্রকাশ করতে হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পদ্মশ্রী প্রাপক ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তন উপাচার্য অরুণোদয় সাহা দপ্তরের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য