স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : মানব পাচার ঘিরে গোটা দেশকে উদ্বেগ বাড়াচ্ছে ত্রিপুরা। গত কয়েক মাসে ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে মানব পাচারকারীরা। এবার ব্যাঙ্গালোরে বসে ত্রিপুরার সীমান্ত দিয়ে বাংলাদেশী পাচারের কুখ্যাত দালাল ধরা পড়লো পুলিশের জালে। আগরতলা সরকারি রেল পুলিশ এবং রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা যৌথভাবে অভিযুক্ত নিলয় আহমেদকে ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি বাংলাদেশ ঢাকার যাত্রাপুর জেলায়। মঙ্গলবার পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে তুলেছে পুলিশ। পুলিশ রিমান্ডে ধৃত দালালের কাছ থেকে বের হয়ে আসতে পারে চাঞ্চল্যকর তথ্য।
এ বিষয়ে আগরতলা সরকারী রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান, অভিযুক্ত নিলয় আহমেদ গত আট থেকে নয় মাস ধরে বিজয় মন্ডল নাম দিয়ে ব্যাঙ্গালোরে থেকে প্রতিদিন ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি পাচারের কাজ করছিল। গত ১৯ জানুয়ারি তিনজন বাংলাদেশী মহিলা জিআরপি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে নিলয় আহমেদের নাম উঠে আসে। অভিযুক্ত নিলয় আহমেদ দীর্ঘ দিন ধরে আগরতলা সহ গোটা রাজ্যে দালাল দিয়ে মানব পাচার করে চলছিল। পেছনে কি কু-মতলব রয়েছে সেটা অনেকেরই জানা নেই।
অবশেষে পুলিশ তাকে ব্যাঙ্গালোর থেকে লোকেশন ট্যাগ করে জালে তুলেছে। পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করবে বিভিন্ন এজেন্সির নিরাপত্তা কর্মীরা। উল্লেখ্য, ইউনুস সরকারের জামানায় বাংলাদেশ এখন পাকিস্তানের দখলে। ইউনুস সম্পর্ক গভীর করেছে পাকিস্তানের সঙ্গে। সম্প্রতি পাক গুপ্তচর সংস্থা আইএসআই -র দশজনের একটি টিম বাংলাদেশে অবস্থান করছে। তারা ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি চলে গেছে চট্টগ্রামে। সেখানে বসে তৈরি করছে ভারত বিরোধী ব্লু প্রিন্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা করা রিপোর্টে বলা হয়েছে পাক গুপ্তচর সংস্থা ভারতে নানা নাশকতামূলক কার্যকলাপ শুরু করতে পারে।