স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : বিশালগড় কড়ুইমুড়া এলাকায় ব্যবসায়ী অজয় ঘোষ বেসরকারি ব্যাংক থেকে ১৬ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ১৬ লাখ টাকা সুদে আসলে ২৭ লক্ষ টাকা হয়। ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার দোকানের মালিক অজয় ঘোষকে টাকা পরিশোধ করতে নোটিশ দিয়েছেন।
কিন্তু অজয় ঘোষ সে টাকা পরিশোধ করার মতো কোনো রকম উদ্যোগ দেখার নি। বাধ্য হয়ে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক সিপাহীজলা জেলাশাসকের দ্বারস্থ হয়। জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখেন এবং মালিকপক্ষকে কয়েকবার সময় দিয়েছেন ঋন পরিশোধ করার জন্য। তাতেও কোন সাড়া দেয়নি অজয় ঘোষ। বাধ্য হয়ে জেলা শাসকের নির্দেশে বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাস মঙ্গলবার দুপুরে কড়ুইমুড়া এলাকায় অজয় ঘোষের দোকান ভিটি ক্রক করেন। সেই দোকান ভিটের মালিক এখন সেই উজ্জীবন স্মল ফাইন্যান্স।