স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় বিছানায় পুড়ে ছাই হয়ে গেলেন গৃহকর্তা। এ মর্মান্তিক ঘটনাকে সংগঠিত হয়েছে কাঞ্চনপুর সাতনালা লংতরাই পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত একটা নাগাদ বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। আগুন কয়েক মিনিটের মধ্যেই দ্রুত বিস্তার লাভ করে আশপাশের ঘরে। ঘরে ছিলেন গৃহকর্তা সহ ছয় জন। সকলে ঘর থেকে বাইরে বের হয়ে আসতে সক্ষম হলেও বাড়ির গৃহকর্তা হরিমোহন রিয়াং ঘর থেকে বের হতে পারেন নি।
এবং বাড়ির অন্যান্য সদস্যরা ঘর থেকে তাকে বের করে আনতে পারেনি। বিছানায় শয্যাশায়ী ছিলেন। বাড়ির অন্যান্য সদস্যদের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এসে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং বিছানায় জীবন্ত দগ্ধ হয়ে যান হরিমোহন রিয়াং। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে কাঞ্চনপুর থানার পুলিশ ছুটে যায়। মৃতদেহ প্রায় ৯০ ভাগই হাতে মেলেনি পুলিশের। তারপর শুরু হয় তদন্ত প্রক্রিয়া।
পুলিশের প্রাথমিক ধারণা বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনার সংগঠিত হয়েছে। মৃত ব্যক্তির বয়স ৮০ । মৃত ব্যক্তির পরিবারের এক মহিলা জানান, ঘর থেকে কোন কিছুই তারা বের করে আনতে পারেনি। তাদের যখন ঘুম ভেঙ্গেছে তখন দেখতে পায় একটি ঘর ভস্মীভূত হয়ে আরেকটি বছর পরে আগুন ধরেছে। হরিমোহন রিয়াংকে ঘর থেকে বের করে আনার সুযোগ পর্যন্ত তারা পায়নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার।