স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : বাগবাসা পুলিশের হাতে আটক চৌষট্টি লক্ষ টাকার হেরোইন। সাথে আটক বহিঃ রাজ্য অসমের শ্রীভূমি জেলার দুই পাচারকারী। আটক একটি ওয়াগনার গাড়িও। জানা গেছে, রবিবার সকালে বাগবাসা থানার পুলিশের কাছে গোপন খবর আসে অসমের শ্রীভূমি জেলা থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় সামগ্রী বাগবাসা এলাকা দিয়ে আসছে।
সেই খবরের ভিত্তিতে স্থানীয় থানার অফিসার ইনচার্জ পার্থ দেব দলবল নিয়ে আট নং আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর থানার নাকা পয়েন্টে উৎপাতে বসে থাকেন। পরে ঠিক দুপুর একটা নাগাদ AS11P/9296 নাম্বারের একটি ওয়াগনার গাড়ি নাকা পয়েন্টে আসলে গাড়ি দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি চালান। তারপর গাড়ির বিভিন্ন জায়গা থেকে আঠারোটি সাবানের বাক্সে মজুদ আঠারো প্যাকেট হেরোইন উদ্ধার হয়। সাথে আটক করা হয় গাড়িতে থাকা দুই পাচারকারীকে। এ কান্ডে মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান। অভিযানে মোট দুইশো বারো গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য প্রায় চৌষট্টি লক্ষ টাকা। সাথে আটক করা হয়েছে শ্রীভূমি জেলার সেলিম উদ্দিন ও রুবেল আহমেদ নামের দুই হেরোইন পাচারকারীকে। আটক করা হয়েছে ওয়াগনার গাড়িও। এমর্মে থানায় একটি এনডিপিএস ধারায় মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সাথে ধৃতদের সোমবার পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক।