স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : গঙ্গানগর এলাকায় ভেটেনারি ডিসপেনসারি অফিসের নব নির্মিত পাকা ভবনে ফাটল ধরেছে। নিজেদের সম্মান বাঁচাতে উদ্বোধন না করেই অনুষ্ঠান থেকে ফিরে আসলেন অতিথিরা। অসস্তিতে পড়লেন বিধায়িকা নন্দিতা রিয়াং। জানা যায়, ধলাই জেলার অন্তর্গত গঙ্গানগর এলাকায় বহুদিন ধরে ত্রিপুরা হাউজিং বোর্ডের হাত ধরে একটি টেন্ডারের মাধ্যমে প্রাণী বিকাশ কেন্দ্র টিটিএডিসি একটি অফিসের পাকা ভবনের কাজ চলছিল।
কাজ সম্পন্ন হওয়ার পর আজ একটি আনুষ্ঠানের মাধ্যমে এই অফিস সেন্টারটি উদ্বোধন ছিল। উদ্বোধনের জন্য অতিথি হিসাবে উপস্থিত ছিল এলাকার বিধায়িকা নন্দিতা রিয়াং, এমডিসি ভূমিকা বন্ধ সহ অন্যান্যরা। কিন্তু প্রতিনিধিরা যখন অফিসটি ঘুরে দেখেন তখন তাদের চোখে পড়ে অফিসের পাকা ভবনে ফাটল। এইসব দেখেই অতিথিরা অফিসকে উদ্বোধন না করেই ফিরে আসেন। এই সময়ই এলাকার বিধায়িকা নন্দিতা রিং সাংবাদিককে দেখে লজ্জিত বোধ করেন। এইসব তালবাহানা দেখেই এলাকার জনগণের যে আনন্দে তারা এসেছিল তারা শেষ পথে এলাকার জনগণের মন ভেঙ্গে যায়। শেষ পর্যন্ত এমডিসি ভূমিকা নন্দ রিয়াং সাংবাদিকদের জানান আজ এই পাকা ভবনের উদ্বোধন হবে না। কিছুদিন পরে প্রাণী বিকাশ দপ্তর থেকে আধিকারিকরা এখানে পরিদর্শন করবেন, তারপরেই এই অফিসকে উদ্বোধন করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, টিপল ইঞ্জিনের বিকাশ ত্রিপুরায় নিম্নমানের কাজের অভিযোগ প্রতিদিন সংবাদের শিরোনাম দখল করলেও নেই কোন তদন্ত। কাজ শুরু হওয়ার সময় থেকে কাজের গুণগত মান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সাধারণ মানুষ। কিন্তু তারপরও শোধরাচ্ছে না নিম্নমানের কাজকর্ম। এর স্পষ্ট উদাহরণ সামনে এসেছে রবিবার।