স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ৮ ফেব্রুয়ারি : বুধবার দুপুরে অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান। বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল। এই অবৈধ অভিবাসীদের মধ্যে ২৫ জন মহিলা এবং ১২ জন নাবালকও রয়েছেন। তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স চার বছর। তাঁদের অনেককে হাতকড়া-শিকল পরিয়ে বিমানে তোলা হয়েছিল বলে অভিযোগ। আর এরই বিরোধিতা করে এবার ময়দানে সরব হলো আমরা বাঙালি।
শনিবার রাজ্য কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে। দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, শপথ গ্রহনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ক্ষমতার প্রত্যাবর্তন করেই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশ থেকে আগত বিদেশী অবৈধ অনুপ্রবেশকারীদের অ্যামেরিকা থেকে নিজ দেশে ফেরৎ পাঠাবার কাজে হাত দিয়েছেন। অথচ ভারতবর্ষে সঙ্গে অ্যামেরিকার ব্যবসা-বানিজ্য সহ ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, ট্রাম্পের বন্ধুত্বের সম্পর্কও নাকি রয়েছে। এমতাবস্থায় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয়দের হাতকড়া ও পায়ে শেকল দিয়ে জোর করে ভারতে ফেরৎ পাঠানো হচ্ছে তা সম্পূর্ণ মানবতা বিরোধী।
এ সম্পর্কে ভারত সরকারের নিরবর্তী দেশবাসীকে বিস্মিত করেছে। আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি অ্যামেরিকার এমন আচরনের তিব্র নিন্দা ও ধিক্কার জানায়। ভারত সরকারের কাছে আমরা বাঙালি দলের দাবি ট্রাম্প প্রশাসনের সঙ্গে অনতিবিলম্বে কথাবার্তা বলে চিহ্নিত ভারতীয়দের সম্মানের সঙ্গে দেশে ফেরৎ এনে ক্ষতিপুরণ দিয়ে পুনর্বাসনের যাতে ব্যবস্থা করা হয়। অন্যথায় দেশজুড়ে মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে।