স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ৮ ফেব্রুয়ারি : নেশা মুক্তি কেন্দ্র থেকে নেশা সেবনকারী এক যুবকের মৃত দেহ উদ্ধার হয় শনিবার। মৃত যুবকের নাম রোনাল দেববর্মা। বয়স ২১ বছর। তার বাড়ি রতনপুর নবীন ঠাকুর পাড়া এলাকায়। ঘটনা শনিবার ভোরে আমপুরা স্থিত ইয়াত্রী সুকাং এন্টি ড্রাগ নামক নেশা মুক্তি কেন্দ্রে। জানা যায় গত তিন ফেব্রুয়ারী মৃত যুবকের পরিবার তাকে চিকিৎসার জন্য নেশা মুক্তি কেন্দ্রে দিয়ে আসে।
কিছু দিন চিকিৎসা চলার পর শনিবার ভোরে নেশা মুক্ত কেন্দ্রের শৌচালয়ের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার সঙ্গীরা। খবর পেয়ে ছুটে আসে নেশা মুক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। কর্মীরা খোয়াই বাইজাল পুলিশ ফাঁড়িতে খবর দিলে বাইজাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। তবে মৃত্যুর কারণ নিয়ে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে পরিবারের লোকজনদের মধ্যে।
কেউ কেউ মনে করছে রোনালকে খুন করা হয়েছে, আবার অনেকে মনে করছে হয়তো নেশা মুক্তি কেন্দ্রের শারীরিক কিংবা মানসিক নির্যাতনের কারণে সে আত্মহত্যা করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী করলো স্থানীয়রা। কিন্তু এটা স্পষ্ট কোন কারণ ছাড়া এই ঘটনা সংঘটিত হতে পারে না। পুলিশ জানায় ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। ময়নাতদন্তে রিপোর্ট হাতে থাকলে স্পষ্ট হবে খুন নাকি আত্মহত্যা। গোটা ঘটনা ব্যাপক রহস্যজনক।