স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৪ ফেব্রুয়ারি : সোমবার আগরতলা রেল স্টেশন থেকে প্রায় ৩০ লক্ষ টাকার এসকফ সিরাপ আটক করা হয়। গ্রেপ্তার করা হয় নয়জনকে। আগরতলা সরকারি রেল পুলিশ এবং আর পি এফ যৌথভাবে অভিযান চালিয়ে এই সফলতা পায়। এ বিষয়ে বিস্তারিত জানান জি আর পি ওসি তাপস দাস। তিনি বলেন, পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল একটি কন্টেনার গাড়ি দিয়ে নেশা সামগ্রীর পাচার হতে পারে। সে অনুযায়ী অভিযানে নামে পুলিশ। তারপর একটি কন্টেইনার গাড়ি আটক করে দেড় হাজার এসকফ সিরাপ করা হয়।
পুলিশ ধৃত নয়জনকে জিজ্ঞাসাবাদ চালাতে পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করেছে। ধৃতদের নাম অমিত কুমার শ্রীবাস্তব, বাড়ি বিহারে, সিন্টু যাদব, বাড়ি উত্তর প্রদেশ, সুমন মিয়া, বাড়ি আগরতলা অভয়নগর এলাকায়, ছোটন দেব, বাড়ি খয়েরপুর, আক্তার হোসেন, বাড়ি তেলিয়ামুড়া, রাজীব সূত্রধর, বাড়ির আগরতলা কৃষ্ণনগরের এলাকায়, বাজারুল ইসলাম, বাড়ি বিশালগড়, চান মিয়া, বাড়ি তেলিয়ামুড়া রাজনগর এলাকায়, প্রসেনজিৎ দাস, বাড়ি অম্পিনগর। এখন দেখার বিষয় পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত নয় অভিযুক্তের কাছ থেকে কি তথ্য উঠে আসে। তবে রেল পথ কাজে লাগিয়ে নেশা কারবারীরা ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে। পুলিশ যদি আরও বেশি সতর্ক না হয় তাহলে আগামী দিন ত্রিপুরায় নেশা পাচার আরো বেশি বাড়বে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।