স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৪ ফেব্রুয়ারি : দেশের অর্থনৈতিক বিপর্যস্ত, বেকার সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, মহিলাদের উপর আক্রমণ সহ বিভিন্ন সমস্যা আড়াল করে ভারতীয় জনতা পার্টি মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে চলেছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
তিনি ভারতীয় জনতা পার্টির সমালোচনা করে আরো বলেন, সরকার যে নয়া বাজেট সামনের এনেছে এর দ্বারা উপকৃত হবে দেশের একটা অংশের মানুষ। এবং প্রস্তাবিত নয়া বাজেটে কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে যে অর্থ রাখা হয়েছে তা বিগত বাজেট থেকে অনেক। তাই কোনভাবেই দেশের সব অংশে মানুষ উপকৃত হবেন না এই বাজেটে। এমনটাই অভিমত ব্যক্ত করলেন তিনি। আরো দাবি করেন, প্রস্তাবিত নয়া বাজেট জন বিরোধী। কোন ক্ষেত্রেই দেশে মানুষের কল্যাণে আসতে পারে না এই বাজেট। তাই কংগ্রেস এর তীব্র বিরোধিতা করে বলে জানান তিনি।