স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ২ ফেব্রুয়ারি: রাজধানী রামনগর ১২ নম্বর রোড এলাকায় প্রচুর পরিমাণে ঔষধ উদ্ধার রবিবার। এলাকাবাসীর ধারনা রাতের বেলা কেউ ঔষধ গুলি রাস্তার পাশে স্তূপ করে গেছে। রবিবার সকালে এলাকাবাসী ওষুধগুলি দেখতে পেয়ে ধীরে ধীরে জড়ো হয়। তাদের মধ্যে অনেকে বক্তব্য, ওষুধগুলো রাস্তার পাশে ওষুধগুলি দেখতে পেয়ে তারা সাথে সাথে সংবাদমাধ্যমে কর্মীদের বিষয়টি অবগত করেছেন। যাতে এই ঘটনাটি স্বাস্থ্য দপ্তরের নজরে আসে এবং সুষ্ঠু তদন্ত হয়।
কারণ একই ব্র্যান্ডের ঔষধ এভাবে রাস্তার পাশে কি উদ্দেশ্য নিয়ে ফেলে রাখা হয়েছে সেটা অনেকের মধ্যেই রহস্যের দানা বাঁধছে। তারা আরো জানিয়েছে ওষুধগুলি আজকেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ওষুধগুলি হয়তো বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল, নাহলে স্থানীয় কোন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বা ওষুধের দোকানে হয়তো ওষুধগুলি রাখা ছিল। মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় সূর্যের আড়াল করতে এভাবে রাস্তার পাশে ফেলে গেছে। পাশাপাশি একটি জনবহুল এলাকাতে এভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেলে রাখায় কোন ভবঘুর কিংবা শিশুর যদি ওষুধগুলি খেয়ে ফেলে তাহলে জীবনহানি ঘটতে পারে। যার কারণে ওষুধগুলি অবিলম্বে ১৪ নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে পরিষ্কার করার জন্য দাবি তুলেন।