স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ২ ফেব্রুয়ারি: আজ বাগ দেবীর আরাধনা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বিদ্যাদেবী সরস্বতী পূজায় ব্রতী হয়েছে। রবিবার সকাল থেকেই ছাত্র-ছাত্রীদের ব্যাপক ব্যস্ততা পরিলক্ষিত হয়েছে। সকাল বেলা তারা স্নান করে নতুন জামা কাপড় পরিধান করে নিজ নিজ বিদ্যালয়ে যায়। সেখানে পূজায় অংশ নিয়ে তারা অঞ্জলি নেয়। ছাত্র-ছাত্রীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ বিদ্যার দেবী সরস্বতী। দেবীকে আরাধনা করতে প্রতিবছর তারা এভাবে বিশেষ আয়োজন করে। দু-তিনদিন আগে থেকেই চলে তাদের পূজার আয়োজন। শিক্ষক শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পূজা মানে আনন্দ। এর কোন জাত পাত বর্ণ কিছুই হয় না। প্রতিবছর এই দিনটির জন্য ছাত্রছাত্রীরা অপেক্ষাও করে। রাস্তাঘাটে সেদিন কচিকাঁচারা শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে ভিড় জমিয়েছে। কেউ কেউ দিনটি বাঙালি ভ্যালেন্টাইন ডে বলে থাকে। সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশ।