স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ২ ফেব্রুয়ারি: রবিবার দুপুরে রাজধানী কলেজ টিলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত আড়ালিয়া শান্তি পাড়া এলাকায় দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়। চোরের দল বাড়ির লোকজনদের অবর্তমানে হানা দেয়। চুরি করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ অর্থ। ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন বাড়ির মালিক দিলীপ দেবনাথ। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রবিবার তিনি, তার স্ত্রী এবং তার ছোট ছেলে নিজ নিজ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। বাড়িতে ছিলেন তার বড় ছেলে।
দুপুর পৌনে একটার নাগাদ তার বড় ছেলে ঘরের দরজায় তালা দিয়ে বাড়ির কাছে এক দোকানে গিয়েছিলেন। দেড়টার নাগাদ বাড়িতে ফিরে এসে দেখতে পায় ঘরের জানালা এবং দরজা ভাঙ্গা। ঘরে প্রবেশ করে দেখে সবকিছু অগোছালো হয়ে আছে। সাথে সাথে তার বাবাকে ফোন করে জানায়। তার বাবা দিলীপ দেবনাথ বাড়িতে এসে দেখেন স্কুটি বিক্রির টাকা সহ মোট ২৯ হাজার টাকা এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরের দল। তিনি ধারণা করছে এলাকার কিছু নেশাখোর এই ঘটনা দিনদুপুরে সংগঠিত করতে পারে। তারপর তিনি খবর দেন কলেজ টিলা ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনা স্থলে এসে চুরির অভিযোগ হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।