স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের রুপকার লেনিনের ১৫৩ তম জন্মদিবস উদযাপন উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হল শুক্রবার। মূল অনুষ্ঠানটি হয় মেলারমাঠ স্থিত সিপিআইএম এর সদর কার্যালয়ে।
দলের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরি সহ বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা এদিন লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বামেদের শাখা সংগঠনের বিভিন্ন কার্যালয়ে এদিন লেনিনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।