স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : প্রতিবছরের মতো এবছরও সর্বভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে ন্যাশনাল লেভেল স্পিচ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এবছর এর নাম দেওয়া হয়েছে ইয়ং ইন্ডিয়া কে বল সিজন টু। শুক্রবার এর সূচনা হয় প্রদেশ কংগ্রেস ভবনে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যুবকদের এগিয়ে নিয়ে যাওয়া। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে একথা জানান সর্বভারতীয় যুব কংগ্রেসের উত্তর-পূর্বাঞ্চলের পর্যবেক্ষক মৌমিতা কালী।
তিনি বলেন, বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার সময় বলেছিল বছরে দুই কোটি চাকুরী প্রদান করবে। কিন্তু প্রতিশ্রুতি পালন করেনি সরকার। কিন্তু সরকার প্রতিষ্ঠিত হওয়ার সাত বছর পরেও দেশে ১৪ কোটি বেকার। তাই যুব কংগ্রেসের প্রতি যুবক-যুবতীদের আগ্রহ দিন দিন বাড়ছে। এবং এই দিনে কর্মসূচিতে যুব কংগ্রেস কর্মীদের উৎসাহ-উদ্দীপনার ছিল লক্ষণীয় বলে জানান। এদিন তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষের উপর আঘাত নেমিয়ে আনছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। নারীরা অসুরক্ষিত। তাই আগামী দিনে সমাজ পরিবর্তনের জন্য এ ধরনের কর্মসূচি বড় ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করে মৌমিতা কালী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা এবং যুব কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।