স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ এপ্রিল। সাইবার অপরাধের খপ্পরে সাধারণ মানুষ। প্রশাসনিক দুর্বলতাকে কাজে লাগিয়ে জাল বিস্তার করছে এক চক্র। যা রাজ্যবাসীর জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের সাধারণ মানুষকে প্রতারণার খপ্পরে ফেলে লুট করার প্রচেষ্টা বলে মনে করছে অভিজ্ঞ মহল।
এ বিষয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, নতুন করে সাইবার জালিয়াতি ত্রিপুরা পুলিশের নজরে এসেছে। গত সপ্তাহে টি এস ই সি এল -এর বহু গ্রাহক একটি অজানা নম্বর থেকে এস এম এস পেয়েছেন। এবং গ্রাহকদের বলা হয়েছে যে তারা বিল পরিশোধ না করার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। টি এস ই সি এল কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করেছে এ ধরনের এস এম এস নিগম কর্তৃপক্ষ করে নি। এর ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকার জন্য আহবান জানান টি এস ই সি এল। এর পেছনে একটি প্রতারণামূলক চক্র কাজ করছে বলে মনে করছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম। তবে বিবৃতির মাধ্যমে রাজ্য পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করছে সে বিষয়ে কোন মুখ খুলে নি এদিন। তবে এই ধরনের সাইবার অপরাধ শাখা জাল বিছাতেই শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন।