Sunday, February 16, 2025
বাড়িজাতীয়কংগ্রেসে যোগদানের বিষয়ে আলোচনা করতে শুক্রবার সোনিয়া গান্ধীর সঙ্গে বসবেন প্রশান্ত কিশোর

কংগ্রেসে যোগদানের বিষয়ে আলোচনা করতে শুক্রবার সোনিয়া গান্ধীর সঙ্গে বসবেন প্রশান্ত কিশোর

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.) : কংগ্রেসে যোগদানের গুজবের মধ্যে ভোটকৌশলী প্রশান্ত কিশোর শুক্রবার দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনায় বসবেন বলে সূত্রে জানিয়ে জানা গিয়েছে।

প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ সূত্রে খবর, ভোট কৌশলী প্রশান্ত কিশোর কংগ্রেসে তার যোগদানের বিষয়ে আগামীকাল ২২ এপ্রিল কংগ্রেস দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করবেন। কিশোরের ৬০০টি স্লাইডের একটি উপস্থাপনা প্রস্তুত করা হয়েছে। তবে কেউই সম্পূর্ণ উপস্থাপনা দেখেনি বলেও ওই সূত্র জানিয়েছে। তবে সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনার সময় রাহুল গান্ধী এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদরার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল প্রশান্ত কিশোর কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তার বাসভবনে দেখা করেছিলেন। তিনি ১৬ এপ্রিলও সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। তাঁর প্রস্তাবের মূল্যায়ন করে কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।এর আগে, জাতীয় সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছিলেন যে কিশোর ২০২৪ সালের সাধারণ নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ সহ একটি বিশদ উপস্থাপনা দিয়েছেন। প্রশ্নের উত্তরে তিনি বলেন, কংগ্রেস দলে কিশোরের ভূমিকা এক সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য