স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জানুয়ারি : প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ খগেন দাসের সহধর্মিনী অনুপমা দাস। বুধবার প্রয়াত অনুপমা দাসের মরদেহ নিয়ে আসা হয় সিপিআইএম মেলার মাঠ স্থিত রাজ্য কার্যালয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব ও সিপিআইএমের কর্মী সমর্থক। তারা সকলে প্রয়াত অনুপমা দাসের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রয়াত খগেন দাসের স্ত্রী একজন আদর্শ মা, আদর্শ শিক্ষিকা এবং দলের একনিষ্ঠা কর্মী ছিলেন। তাঁর প্রয়ানে দল শোকাহত। তাঁর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।