Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যবিপদজনক অবস্থায় রয়েছে রাস্তা, চলে যেতে পারে নদী গর্ভে

বিপদজনক অবস্থায় রয়েছে রাস্তা, চলে যেতে পারে নদী গর্ভে

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জানুয়ারি : যে কোন সময় রাস্তা নদী গর্ভে চলে যেতে পারে। ভয়াবহ অবস্থায় রয়েছে সোনামুড়া বেজিমারা থেকে বড় নারায়ন সড়ক। এ বিষয়ে স্থানীয়রা জানান বন্যার পর থেকে গত সাত-আট মাস ধরে রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়ে আছে। বহুবার পূর্ত দপ্তর, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

 মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন নির্দিষ্ট সময়ের আগে বাড়লেও রাস্তা সংস্কারে কোন উদ্যোগ নেই সরকার ও প্রশাসনের। চরম গাফিলতি এই উন্নয়নমূলক কাজে। প্রতিদিন শত শত মানুষ এ রাস্তাটি দিয়ে যাতায়াত করছে। তারা জানায় জীবন ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হয়। প্রশাসন নজর দিলে এতদিনে রাস্তাটি সংস্কার হয়ে যেত। ভয়াবহ অবস্থায় পড়ে আছে রাস্তাটি। যেকোনো মুহূর্তে বড়সড়ো দুর্ঘটনাও ঘটতে পারে এলাকায়। তাদের মধ্যে আবার অনেকে জানায়, প্রশাসনের কাছে রাস্তাটির দাবি করার পর তারা এসে রাস্তাটি দেখে যায়। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো বন্যায় গোটা এলাকায় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সরকারিভাবে কৃষকদের যে আর্থিক সহযোগিতা করা হয়েছে তা অত্যন্ত যৎ সামান্য। এখন দেখার বিষয় রাস্তাটি সংস্কার করতে কি উদ্যোগ গ্রহণ করে প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য