Friday, February 14, 2025
বাড়িরাজ্যফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন

ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : চলতি সপ্তাহ ফায়ার সার্ভিস সপ্তাহ হিসেবে উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার রাজ্যস্তরীয় সচেতনতামূলক বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয় আমতলী স্কুল মাঠে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল, ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকেরা।

 পরে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল বক্তব্য রেখে বলেন, প্রতিবছর ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হয়। তবে এই বছর একটু ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা স্তরে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে। তবে এবার একটু বড় রাজ্য স্তরীয় উদযাপনের আয়োজন করা হয়েছে। দমকল দপ্তরের যে সমস্ত কর্মীরা সততার সঙ্গে সক্রিয় ভাবে দায়িত্ব প্রতিপালন করছে তাদের পুরস্কৃত করা হবে। এছাড়া একটি ফায়ার ষ্টেশনকে কাজের জন্য শ্রেষ্ঠ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেই ফায়ার ষ্টেশনকে পুরস্কৃত করা হবে বলে জানান মন্ত্রী রাম প্রসাদ পাল। আগুন লাগলে কিভাবে জীবন মান রক্ষা করা যায় তার একটি প্রদর্শনী দেখানো হয় এদিন। অগ্নি নির্বাপণের ক্ষেত্রে আধুনিক বেশ কিছু যন্ত্রপাতির প্রদর্শন করা হয়। আগুন নেভানোর ক্ষেত্রে সকলে যেন সচেতন থেকে প্রাথমিক দায়িত্ব নিয়ে কাজ করতে পারে সেই সম্পর্কে অবগত করা হয় এদিনের অনুষ্ঠানে মধ্য দিয়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য