স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : রাজ্যের উন্নয়ন মূলক একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্রু পুনর্বাসনের অগ্রগতি নিয়ে কথা বলেন।
রাজ্যে সৈনিক বোর্ড স্থাপনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা গুলি সম্পর্কে অবগত করেন। আসাম রাইফেলস ময়দান হস্তান্তরের বিষয়টিও আলোচিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বিষয়টি পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। এবং রাজ্যের উন্নয়ন এবং বিকাশের নয়া রাস্তা দেখাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এবং যেসব দাবি তুলে ধরা হয়েছে সেগুলি দ্রুততার সাথে বাস্তবায়ন হবে বলে অভিমত।