Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যসাত মাস ধরে গৃহবধূর অপহরণ করে রাখার অভিযোগ স্পা সেন্টারের মালিকের বিরুদ্ধে,...

সাত মাস ধরে গৃহবধূর অপহরণ করে রাখার অভিযোগ স্পা সেন্টারের মালিকের বিরুদ্ধে, প্রতিবাদের সরব এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : শিলচর থেকে অপহরণ করে এক গৃহবধুকে আগরতলা আটকে রেখে দেয় স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তার বলে অভিযোগ। স্পা সেন্টারটি রাজধানীর রাজনগর এলাকায় অবস্থিত। খবর প্রকাশের পর শিলচরের এক গৃহবধুর পরিবার ছুটে আসে আগরতলায়। অভিযোগ তাদের গৃহবধূকে জেসমিন আটকে রেখেছে দীর্ঘ সাত মাস ধরে। তারপর পুলিশের কাছে সহযোগিতা চায় গৃহবধুর পরিবার। পুলিশের কাছ থেকে কোন সহযোগিতা না পেয়ে অবশেষে রাজধানীর রাজনগরবাসীর দারস্থ হলেন গৃহবধূর পরিবার।

পরে এলাকার এক ক্লাবের সদস্যরা গৃহবধূর পরিবারকে নিয়ে পশ্চিম মহিলা থানায় আসে। স্পা সেন্টারের মালিক জেসমিনের বিরুদ্ধে অভিযোগ অসামাজিক কাজে জড়িত তিনি। গত কয়েকদিন আগে রাজনগর, জয়পুর, দক্ষিণ জয়নগর এলাকাবাসী সালিসি সভা করে। তারপর রাজনগর এলকার স্পা সেন্টারে মালিক জেজমিন আক্তার সহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয় নেশা সামগ্রী সহ বহিরাগত তিন যুবক ও এক মহিলাকে। তারপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। লিখিত অভিযোগ না থাকায় পুলিশ জেজমিন আক্তারকে ছেড়ে দেয় রাতেই। জেসমিন ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে পুনরায় বহিরাগত তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এলাকার মহিলাদের গালাগাল শুরু করে বলে  অভিযোগ।

পরবর্তী সময়ে রাজনগর সামাজিক সংস্থার পক্ষ থেকে সদর মহাকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। জেসমিন আক্তারকে এলাকা থেকে উচ্ছেদ করার জন্য আইনি সহযোগিতা চাওয়া হয়। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সেই খবর দেখে শিলচর থেকে ছুটে আসে অপহৃত গৃহবধূ পররিবার। মেয়েকে উদ্ধারে পুলিশের সহযোগিতা না পেয়ে রাজনগর সামাজিক সংস্থার কাছে ছুটে আসে। এলাকাবাসী জানায় যদি অবিলম্বে অভিযুক্ত মহিলা জেসমিনকে পুলিশ গ্রেপ্তার না করে তাহলে তারা আগামী দিন পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে। শুধু তাই নয় জেসমিনকে এলাকা থেকে উচ্ছেদ করতে হবে। তার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য