স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ জুলাই : লর্ডসে জিতে ওল্ড ট্রাফোর্ড টেস্টে নামবে ইংল্যান্ড। সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে আছেন বেন স্টোকসরা। কিন্তু চতুর্থ টেস্টে ভারতের বিরুদ্ধে নামার আগে বড়সড় ধাক্কা খেলেন ইংরেজরা। জরিমানা তো হলই, সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে একধাপ নেমেও গেল স্টোকসের দল।
লর্ডসে পাঁচদিনের রুদ্ধশ্বাস লড়াই দেখেছে ক্রিকেটদুনিয়া। শেষ পর্যন্ত মাত্র ২২ রানে জিতেছে ইংল্যান্ড। কিন্তু সেই ম্যাচে একটা ভুলও করে ফেলেছে তারা। আইসিসি নির্ধারিত ওভার রেট বজায় রাখতে পারেননি জোফ্রা আর্চার, ব্রাইডন কার্সরা। যে কারণে তাদের ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। স্লো ওভার রেটের জন্য প্লেয়ারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা হয়েছে। ইংরেজ অধিনায়ক বেন স্টোকস শাস্তি মেনে নিয়েছেন।
নিয়ম হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম হলে এক পয়েন্ট কেটে নেওয়া হয়। একইভাবে এক ওভার কম হলে পাঁচ শতাংশ জরিমানা হয়। ইংল্যান্ড যেহেতু দুটি ওভার কম করেছে, তাই তাদের শাস্তি দ্বিগুণ হয়েছে। ২ পয়েন্ট কেটে নেওয়ার প্রভাব পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায়। দুটি টেস্ট জেতায় ইংল্যান্ডের পয়েন্ট ছিল ২৪। কিন্তু এখন সেটা দাঁড়াল ২২। আর পয়েন্ট শতাংশ কমে দাঁড়াল ৬১.১১। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তৃতীয় স্থানে নেমে গেল ইংল্যান্ড। ১৬ পয়েন্ট হলেও ৬৭.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে শ্রীলঙ্কা উঠে এল দ্বিতীয় স্থানে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শুভমান গিলরা আছেন চতুর্থ স্থানে। তিনটি টেস্টের মধ্যে একটি জিতেছে, দুটিতে হেরেছে। টিম ইন্ডিয়ার পয়েন্ট ১২। পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। এজবাস্টনে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ভারত। লর্ডসে যদি ভারত জিতত, তাহলে সেখানে থাকারই সুযোগ ছিল ভারতের।