স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ জুলাই : ভারতীয় সেনার মানহানি মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জামিন দিল লখনউ আদালত। ভারত জোড়ো যাত্রার সময় ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে মানহানিকর মন্তব্য করার অভিযোগ ছিল রাজীবপুত্রের বিরুদ্ধে। এবার ওই ঘটনায় অভিযুক্ত রাহুলের মঙ্গলবার জামিন হল লখনউয়ের এমপি-এমএলএ বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে। ২০ হাজার টাকার ব্যক্তিগত জামিনে রাহুলের জামিন মঞ্জুর করা হয়েছে।
১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানি। এদিন রাহুলের পক্ষ থেকে সওয়াল করা হয়েছে, যে তিনি কোনও অপরাধ করেননি। তবে পাল্টা দাবিতে বলা হয়েছে, কংগ্রেস সাংসদ ভারতীয় সেনার মর্যাদা ও সম্মান নষ্ট করেছেন। তার জন্য বাহিনীর মনোবল নষ্ট হয়েছে।