Friday, February 7, 2025
বাড়িরাজ্যসরকারকে এক সপ্তাহ সময় বেঁধে দিল বঞ্চিত যুবকরা

সরকারকে এক সপ্তাহ সময় বেঁধে দিল বঞ্চিত যুবকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : ২০১৭ সালে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ১৪৫১ জনকে বাছাই করে চাকুরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময় বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়ে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়। সরকার যাতে প্রতিশ্রুতি পালন করে তার জন্য দাবি জানানো হচ্ছে। সোমবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান বঞ্চিত বেকার যুবকরা।

 এ বিষয়ে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ২০১৭ -এর সচিয়া দেববর্মা জানান চাকরি প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার পর তারা উচ্চ আদালতে মামলা করে। পরবর্তী সময় উচ্চ আদালত থেকে বেআইনি বলে মামলাটি প্রত্যাহার করে দেওয়া হয়। তাই বঞ্চিত যুবক-যুবতীদের প্রশ্ন একই গাইডলাইন অনুসরণ করে ২০১৬ সালের নিয়োগ নীতি সম্পন্ন হয়েছে, তাহলে এখন কেন এই ২০১৭ গাইডলাইন নিয়ে প্রশ্ন উঠছে। সবকা সাথ, সবকা বিকাশের কথা বলছে সরকার। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল করে কেন বেকার যুবকদের জীবনে সর্বনাশ ডেকে এনেছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা। এর জন্য এক সপ্তাহ সময় বেধে যাওয়া হয় এদিন সংগঠনের পক্ষ থেকে। না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠনের কর্মীরা, প্রয়োজনে পুনরায় আদালতের দ্বারস্থ হবে বলে জানান এই দিনে সুচিয়া দেববর্মা। সরকারের কাছে আর্জি পুনরায় তাদের নিয়োগ করা হোক। অন্যথায় তারা ফের আদালতের দারস্থ হবেন। পাশাপাশি দিন প্রত্যাশী যুবকরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আইনমন্ত্রী রতন লাল নাথ এবং তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে দাবি পূরণের জন্য অবগত করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য