Monday, February 10, 2025
বাড়িরাজ্যপেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে শামিল সিপিআই

পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে শামিল সিপিআই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : সিপিআই সদর বিভাগীয় পরিষদের উদ্যোগে সোমবার পেট্রোল, ডিজেল, গ্যাস, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। এদিন বিক্ষোভ কর্মসূচিটি হয় কৃষ্ণনগর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনের সামনে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক কমরেড ডাঃ যুধিষ্ঠির দাস, কৃষক নেতা রাসবিহারী ঘোষ, সিপিআই রাজ্য কন্ট্রোল কমিশনের সদস্যা কমরেড তুলসী দাশ কপালী সহ অন্যান্যরা। সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস বিজেপি-র জনবিরোধী সিদ্ধান্ত এবং বেলাগাম মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দ্রব্যমূল্য সহ পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস করা হবে। কিন্তু এখনো সরকার প্রতিশ্রুতি পালন করে নি। এবং এই সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তাই রাজ্যের সমস্ত অংশের মানুষকে প্রতিবাদে সামিল হতে আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য