স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : আগরতলা পুর নিগমের মনোনীত পাঁচ সদস্যকে সোমবার শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা শাসক অসীম সাহা। মনোনীত পাঁচ সদস্য- সদস্যা হলেন অদিতি ভট্টাচার্য, তপন লোধ, নিশিকান্ত সিনহা , প্রাণজিৎ বণিক ও ডাক্তার মনোজ দেবরায়।
এদিন পুর নিগমের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত পাঁচ সদস্য শপথ নেন। ছিলেন মেয়র দিপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। পুর নিগমের ৫ জন সম্মানিত ব্যক্তিত্বকে মনোনীত করা হয়েছে। নির্বাচিত ৫১ জনের সঙ্গে নতুন করে যুক্ত হলেন আরও ৫ জন মনোনীত কর্পোরেটার। সুন্দর, পরিচ্ছন্ন ও নতুন আগরতলা তৈরি করার ক্ষেত্রে সকলের সুচিন্তিত মতামত ও ভাবনাকে সামনে রেখে কাজ করা হবে বলে জানান মেয়র দিপক মজুমদার। আগামী দিনে পুর নিগমের কাজ করতে সুবিধা হবে বলেও জানান তিনি।