স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : মা ও ছেলের হাতে আক্রান্ত এক অসহায় দিব্যাঙ্গ মহিলা। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর রাস্তার মাথা টাওয়ার পাড়া এলাকায়। অভিযুক্ত ছেলে রাজু দাস ও মা দিপ্তি দাসকে আটক করেছে বিশালগড় মহিলা থানার পুলিশ। আক্রান্ত মহিলার নাম প্রতিমা দাস। আক্রান্ত মহিলা প্রতিমা দাস জানান দিপ্তি দাসের মুর্গির বাচ্চা তাদের বাড়িতে এসেছিল।
তখন ভাইয়ের মেয়ে দিপ্তি দাসের মুর্গির একটি বাচ্চা ধরেছিল। তার জন্য দিপ্তি দাস প্রথমে বাড়িতে এসে গালি গালাজ করে যায়। পরবর্তী সময় দিপ্তি দাস ছেলে রাজু দাস বাড়িতে আসলে ছেলেকে ঘটনার কথা জানায়। সাথে সাথে মা ছেলে মিলে পুনরায় ওনার বাড়িতে এসে গালিগালাজ শুরু করে। তিনি প্রতিবাদ করলে মা-ছেলে মিলে ওনাকে ঘরে ঢুকিয়ে বেধড়ক ভাবে মারধর করেছে। অভিযুক্ত রাজু দাস জেলা শাসকের বাড়িতে চাকুরি করে। তিনি আরও জানান তার নিজের কোন বাড়িঘর নেই। তিনি বর্তমানে এক বাড়িতে বসবাস করেন। সেই বাড়ির মালিক তার কাছ থেকে কোন ভাড়া নেয় না।