স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : জঙ্গলের সবজি সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আদিরায় রিয়াং(৩৮)। ঘটনা সংগঠিত হয়েছে দশদা কাঞ্চনপুর হাসাপাড়া এলাকায়। ঘটনার বিবরণের জানা যায় বৃহস্পতিবার জঙ্গলের সবজি সংগ্রহ করতে গিয়েছিল আদিরায়। রাতের বেলা বাড়ি ফেরার পর তার পায়ে আঘাতের দৃশ্য দেখে সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করেন। জিবি হাসপাতালে আনার পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
মৃত ব্যক্তির পরিবারের লোকজন জানায় তাদের বাড়ি আনন্দবাজার থানাধীন বশিরাম বাজারের হাসাপাড়া এলাকায়। তাদের বক্তব্য পায়ে গুলি লেগেছে। কিন্তু কে বা কারা এই গুলি করেছে সে বিষয়ে কোন কিছু জানেন না তারা। তবে জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার চিরঞ্জিত ভট্টাচার্যী এ বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানান নি। তিনি জানিয়েছেন জিবি হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। পায়ে কিভাবে আঘাত লেগেছে সে বিষয়টি তিনি জানেন না। মৃতদেহ ময়না তদন্তের পর ষ্পষ্ট হবে মৃত্যুর কারণ। এই ঘটনায় আনন্দবাজার থানাধীন এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।