স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : ২১ তম প্রাণী সম্পদ শুমারি কার্যক্রমের সূচনা করা হয় শুক্রবার। অনুষ্ঠান উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা নিরাজ কুমার চঞ্চল এবং মৎস্য দপ্তরের ডেপুটি অধিকর্তা অলক দেববর্মা সহ অন্যান্যরা। এদিন গোর্খাবস্তি স্থিত প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সভাগৃহে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে দপ্তরের অধিকর্তা বক্তব্যের মধ্য দিয়ে বলেন, শুক্রবার অর্থাৎ ২৫ অক্টোবর প্রাণীসম্পদ শুমারি কার্যক্রমের শুরু করা হয়েছে। শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
আশা করা যাচ্ছে কি চার মাসের মধ্যে পানি সম্পদ শুমারির কাজ সম্পন্ন হবে। কারণ ত্রিপুরার ৯৫ থেকে ৯৮ শতাংশ এলাকায় নেটওয়ার্কের কোনরকম সমস্যা নেই। নেটওয়ার্কের সমস্যা না থাকায় চার মাসে লক্ষ্যমাত্রা সম্পূর্ণ করা যাবে। এবং এই কার্যক্রমের মাধ্যমে রাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং গৃহপালিত পশু প্রতিপালনকারী পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করবে এবং ডেটা আপলোড করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন সঠিকভাবে কাজ যাতে সম্পন্ন হয় এর জন্য প্রত্যেক জেলায় টাক্স ফোর্স টিম গঠন করা হবে। এই টিম ১ থেকে দুদিন অন্তর অন্তর অধিকর্তার কাছে কাজের রিপোর্ট জমা দিতে হবে। এমনটাই জানিয়েছেন তিনি।