Thursday, December 26, 2024
বাড়িরাজ্যবন্যার জল নিষ্কাশনের মেশিন সরজমিনে দেখলেন রাজ্যপাল

বন্যার জল নিষ্কাশনের মেশিন সরজমিনে দেখলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : স্বল্পবৃষ্টিতে আগরতলা শহর জলমগ্ন হয়ে পড়ে সোমবার। ফ্লাড কন্ট্রোল অটো প্রাইম মোবাইল পাম্পিং ইউনিট পরিদর্শনে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি এদিন রাজধানীর বনমালীপুর এলাকায় এই মেশিনটি পরিদর্শন করেন। তিনি কথা বলেন শ্রমিকদের সঙ্গে। সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব।

পরিদর্শনের পর রাজ্যপাল জানান, আগরতলা শহরের জল জমলে জল নিষ্কাশনের জন্য অত্যন্ত ভালো সিস্টেম রয়েছে। এর দ্বারা বন্যার জল দ্রুত নিষ্কাশন করা যাবে। তবে ড্রেইনের সংস্কারের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে আধিকারিকদের সাথে কথা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য