Friday, December 6, 2024
বাড়িরাজ্যপাতাল কন্যার নয়া প্লাটফর্ম তিন দিনের সময় বেঁধে দিলেন প্রদেশ বিজেপি -র...

পাতাল কন্যার নয়া প্লাটফর্ম তিন দিনের সময় বেঁধে দিলেন প্রদেশ বিজেপি -র সাধারণ সম্পাদক অমিত রক্ষিতকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : গত ৩০ সেপ্টেম্বর টিপিএফ -র সুপ্রিমো পাতাল কন্যা জমাতিয়া সাংবাদিক সম্মেলন করে নয়া রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি ত্রিপুরা পিপলস্ সোসিওলিস্ট পার্টির ঘোষণা দিয়েছিলেন। তারপরেই ১ অক্টোবর ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে দল বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রদেশ বিজেপির সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়াকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের নির্দেশ অনুসারে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের স্বাক্ষরিত এক বহিষ্কারের বিবৃতি প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপিকে হুঁশিয়ারি দিলেন টিপিএসপি -র সাধারণ সম্পাদক টিংকু দেববর্মা। তিনি বলেন, পৃথক প্ল্যাটফর্ম গঠন করার একদিন পর ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক অমিত রক্ষিতেদের স্বাক্ষর মূলে একটি বিবৃতি সামাজিক মাধ্যমে বের হয়েছিল। এই বিবৃতিতে বলা হয়েছিল টিপিএসপি -র সুপ্রিমো পাতাল কন্যা জমাতিয়াকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এখন পর্যন্ত সেই বিবৃতি পাতাল কন্যা জমাতিয়ার হাতে এসে পৌঁছায়নি। এর পরিপ্রেক্ষিতে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি এ ধরনের বিবৃতি সত্যিই বের হয়ে থাকে তাহলে আগামী ৩ দিনের মধ্যে অফিসিয়াল ভাবে পাতাল কন্যার হাতে বিবৃতি পৌঁছানোর জন্য। নাহলে অমিত রক্ষিতকে পাতাল কন্যার কাছে ক্ষমা চাইতে হবে এবং উনাকে পদত্যাগ করতে হবে। আর যদি আগামী তিন দিনের মধ্যে কোন রকম সাড়া দেওয়া না হয় তাহলে আগামী ১০ দিনের মধ্যে জনজাতি মোর্চা থেকে গোটা টিম পদত্যাগ করবে বলে হুশিয়ারি দেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য