স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : রেগা কর্মচারীদের ৫ শতাংশ বেতন ভাতা বৃদ্ধি হয়েছে। রবিবার আই এম এ হাউসে সাংবাদিক সম্মেলন করে অল ত্রিপুরা রেগা এমপ্লয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা অসীম মজুমদার। তিনি বলেন, সরকারের উদ্দেশ্যে দাবি করা হয়েছিল দীর্ঘ ১৮ বছর ধরে কর্মরত রেগা কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য। কারণ স্বল্প বেতনে চাকরি করে সংসার প্রতিপালন করা কষ্টকর হয়ে উঠেছে।
তারপরেই রাজ্য সরকার তাদের পাঁচ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য রাজ্য সরকারকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে। রাজ্যে কর্মচারীর সংখ্যা ২৩৭৮ জন। সকলে রাজ্যের আটান্নটি ব্লক থেকে ধন্যবাদ সূচক কর্মসূচি করে সরকারকে ধন্যবাদ জানিয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন ২০১৩ সালে আগের সরকার গেজুয়েট এবং আন্ডার গেজুয়েটের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছিল। কিন্তু কাজের ক্ষেত্রে তাদের মধ্যে কোন পার্থক্য নেই। যা বর্তমানও চলছে। এর প্রতিবাদ জানিয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে সমস্যার সমাধানের দাবি জানান তারা।