স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : রবিবার বিলোনিয়া পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া হাসপাতাল এবং বাজার সংলগ্ন এলাকায় প্রসেনজিৎ মজুমদার নামে দুই রাবার চোরকে হাতেনাতে ধরল এলাকার স্থানীয় জনগণ। তারপর দুজনকে মাইছড়া বাজারে একটি বিদ্যুতের খুটির সাথে বেঁধে রাখে।
পরবর্তী সময় বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত দুজনের নাম প্রসেনজিৎ মজুমদার ও নরেশ দেবনাথ। প্রসেনজিৎ মজুমদারের বাড়ি পূর্ব কলাবারিয়া গ্রাম পঞ্চায়েতের গাছ বাড়িয়া এলাকায়। আর নরেশ দেবনাথের বাড়ি ঋষ্যমুখ ব্লক এলাকার গাবুরছড়া এলাকায়। জানা যায়, প্রসেনজিৎ মজুমদার নেশা বিক্রির সাথে জড়িত। এখন দেখার বিষয় বিলোনিয়া থানার পুলিশ রাতের বেলায় জনগণকে স্বস্তি দিতে এই চুরি কান্ড এবং চোরেদের বিরুদ্ধে কতটা ভূমিকা পালন করে। বিলোনিয়াতে প্রতিনিয়ত এই ধরনের ঘটনায় আতঙ্কিত বিলোনিয়া বাসী।