স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কর্পোরেটর জাহ্নবি দাস, ৮ নং টাউন বরদোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা।
উপস্থিত অতিথিরা এলাকার মায়েরদের হাতে দুর্গা পূজাকে সামনে রেখে বস্ত্র তুলে দেন। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সামিল হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান দুর্গা পূজাকে সামনে রেখে মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। দুর্গা পূজা উপলক্ষ্যে এলাকার মায়েদের উপহার দেওয়া হয়েছে। দুর্গা পুজাতে সকলের মুখে যেন হাসি ফুটে, সকলে যেন আনন্দে মেতে উঠে তার জন্য বস্ত্র বিতরণ করা হয়েছে এলাকার মায়েদের মধ্যে।