Tuesday, October 22, 2024
বাড়িরাজ্যগ্রামের মানুষ গ্রাম ভুলে গেলে চলবে না, গ্রাম নিয়ে গর্ববোধ করতে হবে...

গ্রামের মানুষ গ্রাম ভুলে গেলে চলবে না, গ্রাম নিয়ে গর্ববোধ করতে হবে : যীষ্ণু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : চড়িলাম ব্লকের উত্তর-ব্রজপুর গ্রামে গ্রাম দিবস উদযাপন করা হয় শুক্রবার। গ্রাম উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে গ্রাম দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য রাজকুমার দেবনাথ, চড়িলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক, বিশালগড়ের মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, চরিলাম ব্লকের বিডিও কৃত্তিকা সাহা সহ অন্যান্যরা। গ্রাম দিবস উদযাপন উপলক্ষে এইদিন এলাকার মোট ২৪ জনকে সম্বর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু দেববর্মা বলেন গ্রাম দিবস পালন করার মূল কারন হল গ্রামের মানুষ যেন গ্রামকে নিয়ে গর্ববোধ করে। বেশিরভাগ মানুষ নিজের জন্মভূমিকে ভুলে যায়। তাই তিনি গ্রাম দিবসের অনুষ্ঠানে যারা গ্রামের বাইরে থাকে তাদেরকে আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য